Categories
Uncategorized

Tribute from Sheikh Monjur Morshed, CEO Shampan Group

inbound1624740528.jpg

প্রিয়জন,প্রিয়মুখ যার উৎসাহে অতি সাধারণ মানসিকতাকে ব্যবসাহী হিসেবে দৃঢ় করেছি, যার উৎসাহে মানুষের কল্যানে কাজ করতে শিখেছি সে আমার শান্ত ভাই, পরিচিতদের বিয়োগান্তে সব সময় সান্তনা দিয়েছি কিন্তু আজ সান্তনা ভালো লাগেনা, আমি এখনো ভাবতে পারিনা শান্ত ভাই আমাদের মাঝে নেই, “ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন” মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।আমিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *