Categories
Uncategorized

Condolence from Nobonita Chowdhury, Director of Preventing Women Against Violence Initiative, BRAC

আমার শোক ও সমবেদনা জানাই টিউলিপ। । কিন্তু উনি শান্ত-মরিয়মের মত দারুণ একটা ইউনিভার্সিটি করেছেন, কাজেই কাজের মধ্যেই তোমার কাক্কু বেঁচে থাকবেন। বাংলাদেশে গ্রাফিক ডিজাইনিং যে প্রাতিষ্ঠানিকভাবে পড়ে কাজে আসা যায়, ফ্যাশন ডিজাইনিং, ইন্টেরিয়র ডিজাইন এই কাজগুলো যে উচ্চশিক্ষার বিষয় হতে পারে, বেসরকারী ইউনিভার্সিটিতে টাকা খরচ করে মানুষ রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, নৃত্য নিয়ে ডিগ্রি নিতে পারে তা দেখিয়ে গেছেন উনি। শান্ত মরিয়মের ছাত্রছাত্রীরা সারাদেশের প্রিন্টিং পাবলিশিং এবং ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে দারুণ কাজ করছেন। আমি সবসময় ভাবতাম কে বিবিএ এমবিএ’র স্রোতের বিপরীতে গিয়ে এমন একটা ইউনিভার্সিটি চালু করলেন! দু:খজনকভাবে মৃত্যুসংবাদ মারফত তাঁকে চেনার সুযোগ পেলাম আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *