Categories
Uncategorized

Tribute from manush manusher jonno foundation

মোঃ ইমামুল কবির শান্ত,

শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা আজ সকালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। তার এই মৃত্যু দেশে জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি এক অনন্য সংগ্রামী ব্যক্তি ছিলেন। যোদ্ধা ছিলেন। তিনি একাধারে মুক্তিযোদ্ধা, তিনি শিক্ষা প্রচারে যোদ্ধা এবং সর্বশেষে করোনা যোদ্ধা।

করোনা-কালীন লক-ডাউনে যখন সমস্ত যান বাহন বন্ধ ছিল তখন আমাদের মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন এবং পে ইট ফরোয়ার্ডের উদ্যোগে তৈরি, স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদনে প্রস্তুত লেভেল ওয়ান এবং লেভেল টু মানের পিঁপিঁই সারা বাংলাদেশের জেলে ও উপজেলা লেভেলে পৌঁছে দেওয়ার উদ্যোগ হুমকির মুখে পড়ে যায়। তার মালিকানাধীন সুন্দরবন কুরিয়ার সার্ভিস সহ সব কুরিয়ার সার্ভিস ততদিনে কর্মচারীদেরকে ছুটি দিয়ে দিয়েছে। এমতাবস্থায় তাকে মাত্র এক বার বলার সাথে সাথে তিনি এই মহত কার্যক্রমে যথাসম্ভব অংশগ্রহণের অঙ্গীকার করেন। এবং দু দিনের মধ্যে তার ম্যানেজিং ডিরেক্টরের মাধ্যমে কিছু মানুষকে বুঝিয়ে ছুটি থেকে ফেরত এনে কুরিয়ার সার্ভিসের কয়েকটি ট্রাক পিঁপিঁই বিতরণের কাজে নিয়োজিত করেন। যার মাধ্যমে গত দুই মাস যাবত সারা দেশে সব উপজেলা লেভেল পর্যন্ত পিঁপিঁই বিতরণ অব্যাহত আছে।

এ ছাড়াও তিনি করোনা সাস্পেক্ট মানুষদের জন্য বড় আকারের আবাসিক আইসোলেশন সেন্টার তৈরি করে সরকারের অনুমোদনের অপেক্ষায় ছিলেন।

এই মহান যোদ্ধারা দেশের জন্য অমূল্য সম্পদ। তাদের চলে যাওয়া মেনে নিতে খুব কষ্ট হয়। কিন্তু করোনা যেন বেছে বেছে তার মত বয়োবৃদ্ধ, অভিজ্ঞ, যোদ্ধাদেরকেই টার্গেট করেছে। আমাদের এখন তার আত্মার মাগফিরাত কামনা করা ছাড়া আর কিছুই করার নাই।

৩০ মে সকাল, ২০২০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *