Categories
Uncategorized

মুক্তিযুদ্ধে ইমামুল কবীরের অবদান চিরস্মরণীয়: মোজাম্মেল হক

Shanto20200530070952.jpg

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় মন্ত্রী বলেন, মো. ইমামুল কবীর শান্ত ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা , সফল উদ্যোক্তা, শিক্ষানুরাগী এবং আমার দীর্ঘদিনের সুহৃদ। তাঁর মত ব্যক্তিত্বের মৃত্যু জাতির জন্য অপূরণীয় এক ক্ষতি। উচ্চশিক্ষার প্রসার এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মো. ইমামুল কবীর শান্ত আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন । তিনি ছিলেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস (প্রাঃ) লিঃ এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *